Jhargram: মারুতি সুজুকির প্রশিক্ষণে একলব্য স্কুলের ১৮ আদিবাসী ছাত্র

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম (Jhargram) একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ১৮ জন ছাত্র গুড়গাঁওয়ে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং ডিপ্লোমা কোর্সে শিক্ষানবিশ হিসেবে প্রশিক্ষণের সুযোগ পেলেন। গত বছর এবং এ বছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ওই ১৮ জন ছাত্রের বয়স ১৮-২০ বছর।

প্রশিক্ষণের সঙ্গে দেওয়া হবে মাসিক বৃত্তি

শিক্ষানবিশ ঐ ছাত্ররা প্রতি মাসে আবাসিক হিসেবে ১৬ হাজার থেকে ১৮ হাজার টাকা বৃত্তি পাবেন। সেই সঙ্গে থাকা ও খাওয়া বিনামূল্যে। দু’বছর পর দেশের বিভিন্ন রাজ্যে ওই সংস্থার নানা কেন্দ্রে তাঁদের নিয়োগ করা হবে। স্কুলের সম্পাদক তথা ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী বেদপুরুষানন্দ বলেন, ‘‘রাজ্য সরকারের উদ্যোগে মারুতি সুজুকি সংস্থার সঙ্গে যোগাযোগ করে আদিবাসী ছাত্রদের এই সুযোগ করে দেওয়া হয়েছে।’’

প্রসঙ্গত উল্লেখ্য, আদিবাসী কল্যাণ ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অধীন ঝাড়গ্রামে আদিবাসী পড়ুয়াদের একলব্য স্কুলটি পরিচালনার ভার ২০১৬ সালে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেয় রাজ্য সরকার। তারপর থেকে রাজ্যের অন্যতম সেরা স্কুল হয়ে উঠছে ঝাড়গ্রাম একলব্য স্কুল।

Latest Posts