আপের সিদ্ধান্ত: বাংলায় ভোট, ইন্ডিয়া জোটের যাকে হোক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

নিসর্গ নির্যাস মাহাতো: রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না আম আদমি পার্টি। তবে এই রাজ্যে কলকাতা সহ বেশ কিছু জেলায় আপের সদস্য ও দলীয় কার্যালয় আছে। বাংলায় তবে কি নোটায় ভোট দেবেন আপ কর্মীরা?

সূত্রের খবর, এই রাজ্যের ক্ষেত্রে আম আদমি পার্টির সিদ্ধান্ত নিয়েছে ‘নো ভোট টু বিজেপি’। তবে ভোটটা দেবেন কাকে?

আম আদমি পার্টি রয়েছে ইন্ডিয়া জোটে। তবে জোটে থাকলেও বঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেই আপ। তাই বলা হয়েছে, ইন্ডিয়া জোটে থাকা যে কোনও দলকে ভোট দিতে পারে দলের সদস্যরা। নোটাতেও দিতে পারে ভোট। তবে, বিজেপিকে ভোট দিতে না বলা হয়েছে। অবশ্য এই তথ্য পাওয়া গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের আম আদমি পার্টির অন্দরে খোঁজ নিয়ে।

Latest Posts